আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে তামিম-সাকিবের প্রতিবাদ

ক্রিকেট দুনিয়া April 4, 2022 1,067
আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে তামিম-সাকিবের প্রতিবাদ

পেটের পীড়ার কারণে ডারবানে প্রথম টেস্ট খেলতে পারেননি তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের অনুপস্থিতিতে বাংলাদেশ চতুর্থ দিন শেষে এখন হারের মুখে। আজ দিনের খেলা শেষে তামিম ইকবালকে দেখা যায় মাঠের ভেতরে ঢুকে দুই ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলতে। দূর থেকে কথার বিষয়বস্তু বোঝা না গেলেও অনুমান করা যায়।


চলতি টেস্টে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে আম্পায়ারিং। টাইগারদের একের পর এক এলবিডব্লিউ আবেদন ফিরিয়েছেন তারা ! আম্পায়ার্স সিদ্ধান্তের কারনে দিনের শুরুতে রিভিও নিয়েও উইকেট পায়নি মিরাজ । এরপর রিভিও নিয়ে এলগারের উইকেট পান এবাদত ।এই ম্যাচ না খেলা বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানও টুইট করে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের দাবি করেন।


ধারণা করা হচ্ছে, আজ দিনের খেলা শেষে আম্পায়ারদ্বয়ের সঙ্গে তাদের পারফর্মেন্স নিয়েই কথা বলছিলেন তামিম ইকবাল। করোনা মহামারির আগে ওয়ানডেতে একজন আর টেস্ট ম্যাচ পরিচালনায় দুজন অন-ফিল্ড আম্পায়ার নিরপেক্ষ দেশের থাকতেন। কিন্তু করোনার কারণে বিশ্বজুড়ে যোগাযোগব্যবস্থা থমকে যাওয়ায় স্থানীয় আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনা করানো শুরু করে আইসিসি।


আজ সাকিব মাঠে থাকলে কি হতো একবার চিন্তা করুন ???