বাংলাদেশকে ২৭৪ রানের টার্গেট দিলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া April 3, 2022 946
বাংলাদেশকে ২৭৪ রানের টার্গেট দিলো দক্ষিণ আফ্রিকা

বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা প্রোটিয়ারা তৃতীয় সেশনে এসে গুটিয়ে যায়। ডারবান টেস্টে সফরকারী বাংলাদেশকে ২৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬৯ রানের লিড নিয়ে খেলতে নেমে স্বাগতিকরা অলআউট হয়েছে ২০৪ রানে।


বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া চোট নিয়ে বোলিং করে দুটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।


প্রোটিয়াদের পক্ষে অর্ধশতক পেরোনো ইনিংস আছে একটি। দুইবার জীবন পাওয়ার ফায়দা লুটে অধিনায়ক ডিন এলগার করেন ৬৪ রান। ১১৬ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি বিদায় নিলে খেই হারায় দল।