আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের দাবি জানালেন সাকিব

ক্রিকেট দুনিয়া April 3, 2022 6,223
আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের দাবি জানালেন সাকিব

আগের দিনের বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। দ্বিতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের মিডল স্টাম্পের বাইরের বল প্যাডে লাগলে লেগ বিফোরের আবেদন করে বাংলাদেশ। তবে টাইগারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। যে কারণে রিভিউ নেয় বাংলাদেশ। যদিও আম্পায়ার্স কলে বেঁচে যান এলগার।


এরপর থেকে অবশ্য বাংলাদেশের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। সারেল এরউই এবং এলগারের জুটি ভাঙেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরের বল সুইংয়ে করে স্টাম্পে ঢোকার সময় এরউইয়ের প্যাডে লাগে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন মুমিনুল হক। তাতেই ৮ রানে সাজঘরে ফেরেন এরউই।


এদিকে, করোনার কারণে টেস্টে স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে টেস্ট ম্যাচ পরিচালনার নিয়ম করেছিল আইসিসি, যাতে আম্পায়ারদের দৌড়ঝাঁপ আর ভোগান্তি কমে। তবে করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এলেও সেই নিয়ম বহাল রয়েছে এখনও।


এতে আম্পায়ারিং আদৌ কতটা নিরপেক্ষ হচ্ছে সে প্রশ্ন থাকছেই। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ডারবান টেস্টে ম্যাচ রেফারি ছাড়া বাকি সবাই-ই দক্ষিণ আফ্রিকান। এই ম্যাচে কিছু সিদ্ধান্ত এসেছে বাংলাদেশের বিপক্ষে।


ফলে দক্ষিণ আফ্রিকার লিডের লাগামও টেনে ধরতে পারছে না টাইগাররা। এমন পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে সাকিব আল হাসান দাবি জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় এখন যেন আবারও নিরপেক্ষ আম্পায়ার ব্যবহার করা হয়।


পারিবারিক কারণে জাতীয় দল থেকে ছুটি নেওয়া সাকিব দল থেকে দূরে থাকলেও খেলায় দৃষ্টি আছে ঠিকই। বাংলাদেশ দল যখন প্রোটিয়া আম্পায়ারের একের পর এক ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে, তখন সাকিব একটি টুইট করেছেন।


সেই টুইটে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় আইসিসির এখন নিরপেক্ষ আম্পায়ার নিযুক্তের দিকে ফিরে যাওয়া উচিৎ, যেহেতু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রায় সবগুলোতেই করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক।’