আজ গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট দুনিয়া April 2, 2022 2,374
আজ গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস

আইপিএল আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। আজ আইপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে নতুন দল গুজরাট টাইটানসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮:০০ টায়।


ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করে শুভ সূচনা করেছে দিল্লি ক্যাপিটালস। তবে ওই ম্যাচে একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান। আজ গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচের একাদশে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে।


মুস্তাফিজকে একাদশে খেলতে হলে তাকে লড়াই করতে হবে দক্ষিণ আফ্রিকা ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি সঙ্গে। তবে আজকের ম্যাচের একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা অনেক বেশি। দেখে নিন দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটানসের আজকের ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ।


গুজরাট টাইটান্স: শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, বরুণ অ্যারন, লকি ফার্গুসন, মহম্মদ শামি।


দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, টিম সেফার্ট, মনদীপ সিং, ঋষভ পন্ত (অধিনায়ক, উইকেট কিপার), রোভমান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, মোস্তাফিজুর রহমান/লুঙ্গি এনগিদি।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট