মুস্তাফিজকে নিয়ে বাংলায় পোস্ট করলো দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট দুনিয়া March 31, 2022 19,242
মুস্তাফিজকে নিয়ে বাংলায় পোস্ট করলো দিল্লি ক্যাপিটালস

আইপিএল শুরু হয়ে গেছে। ভারতে এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে উন্মেদনা শুরু হয়ে গেছে। প্রতি আসরের মতো বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও টুর্নামেন্ট দেখা মিস করছেন না। অবশ্য প্রতি মৌসুমে আইপিএল দেখার উপলক্ষ্য ছিল সাকিব ও মুস্তাফিজ।


এবার সাকিব আইপিএলে দল না পেলেও তাই বাংলাদেশের ক্রিকেট দর্শকদের নজর মুস্তাফিজের দিকেই। আর সেই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস। যে কারণে এবারের আসরে বাংলাদেশ থেকে বাড়তি সমর্থন পাবে দিল্লী ফ্র্যাঞ্চাইজি।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে আইপিএল খেলতে ভারতে রয়েছেন মুস্তাফিজ। আর তাঁকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেছে দিল্লী ক্যাপিটালস। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটারে মুস্তাফিজকে ‘বাঘ’ আখ্যা দিয়ে সাবধান করেছে প্রতিপক্ষদের।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লী ক্যাপিটালস লিখে, “সাবধান! বাঘ চলে এসেছে। লাল ও নীল জার্সিতে লড়াইয়ের জন্য প্রস্তুত ফিজ।”


চলমান মৌসুমে লোকাল ক্রিকেটারদের পাশাপাশি বেশ ভালো বিদেশি ক্রিকেটারদের দলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। বিদেশীদের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, রভম্যান পাওয়েল ও টিম সেইফার্ট।


অবশ্য ওয়ার্নার এখনও এসে পৌঁছাননি। এতো তারকা বিদেশিদের ভিড়ে একাদশে মুস্তাফিজের জন্য সুযোগ পাওয়াটা কঠিনই বটে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশে মুস্তাফিজকে দেখা গেলেও যেতে পারে।


সূত্রঃ বিডিক্রিকটাইম