বাংলাদেশ-দ. আফ্রিকা টেস্ট সিরিজের র্র্যাংকিংয়ের হিসাব নিকাশ

ক্রিকেট দুনিয়া March 31, 2022 3,403
বাংলাদেশ-দ. আফ্রিকা টেস্ট সিরিজের র্র্যাংকিংয়ের হিসাব নিকাশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের কারণে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে গেছে বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ের তেমন একটি পরিবর্তনের আভাস নেই। এই মুহূর্তে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১০১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।


অন্যদিকে মাত্র ৫৩ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। যদিও বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বড় আশা জাগিয়েছে বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।


তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়লাভ করলে ১০ রেটিং পয়েন্ট যোগ হবে বাংলাদেশের। তবে যদি সিরিজ ২-০ ব্যবধানে বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমবে মাত্র ২। এছাড়াও বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে তাহলে ৫ রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ।