আইপিএলে প্রতি ম্যাচে কে কত টাকার পুরষ্কার পাচ্ছেন?

ক্রিকেট দুনিয়া March 29, 2022 1,071
আইপিএলে প্রতি ম্যাচে কে কত টাকার পুরষ্কার পাচ্ছেন?

এবারের আসরে বেড়েছে আইপিএলের দল। সেই সাথে পুরস্কারের সংখ্যাটাও। এবারের আসরে প্রতি ম্যাচে দেওয়া হচ্ছে ৮ টি পুরস্কার।আইপিএল চলাকালীন সময়ে অনেক আন্তর্জাতিক তারকা খেলোয়াড়ই এখন জাতীয় দলের খেলা বাদ দিয়ে পুরো মৌসুম টুর্নামেন্টটিতে খেলেন। কারণ, এতে আর্থিকভাবে সচ্ছলতা পাওয়া যায়।


ভারতের মুম্বাই ও পুনেতে শুরু হয়েছে আইপিএলের ১৫তম আসর। এবার প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের জন্য থাকছে সর্বমোট আটটি পুরস্কার এবং প্রতিটিতে অর্থের পরিমাণ এক লাখ ভারতীয় রুপি করে।


পুরস্কারগুলো হলো-

ম্যান অব দ্য ম্যাচ, ফাস্টেস্ট ডেলিভারি অব দ্য ম্যাচ, ব্যক্তিগত সর্বাধিক চার, মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অব দ্য ম্যাচ, পাওয়ারপ্লেয়ার অব দ্য ম্যাচ, লেটস্ ক্রেক ইট সিক্স, গেমচেঞ্জার অব দ্য ম্যাচ ও সুপার স্টাইকার অব দ্য ম্যাচ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪