আগামী জুনে পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে তিনটি ওয়ানডে খেলবে কাইরন পোলার্ডের দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২৮ মার্চ সফরের সূচি ঘোষণা করেছে। তিনটি ওয়ানডেই আইসিসি ওডিআই সুপার লিগের অংশ। আগামী ৫ জুন পাকিস্তানে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ।
৮, ১০ ও ১২ জুন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজটি ২০২১ সালের ডিসেম্বরে নির্ধারিত ছিল। কিন্তু করোনার খারাপ অবস্থার কারণে সে সময় পাকিস্তানে সিরিজটি অনুষ্ঠিত হয়নি।
দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি পরবর্তীতে সিরিজ আয়োজনের প্রতিশ্রুতি দেয়। সম্ভবত এবার তারা সিরিজ আয়োজনের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছে।
ওয়ানডে সুপার লিগে অংশগ্রহণকারী শীর্ষ সাতটি দল ২০২৩ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আয়োজক হিসেবে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে ভারত।