অবশেষে দিল্লীর অনুশীলনে যোগ দিলেন মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া March 28, 2022 3,707
অবশেষে দিল্লীর অনুশীলনে যোগ দিলেন মুস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে সরাসরি ভারতে উড়াল দেন মুস্তাফিজ। এরপর আইপিএলের নিয়ম মেনে মুম্বাইয়ে কোয়ারেন্টিন পালন করতে হয়েছে তাকে। সেই কোয়ারেন্টিন শেষে করোনা নেগেটিভ থাকা সাপেক্ষে সোমবার (২৮ মার্চ) যোগ দিয়েছেন দলের সাথে।


এদিন দলের অনুশীলন সেশন না থাকলেও নিজেকে ঝালিয়ে নিতে মুস্তাফিজ নেমে পড়েন ঐচ্ছিক অনুশীলনে। মুস্তাফিজের সাথে ছিলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডিও, যিনি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ করে মুস্তাফিজের সাথেই আইপিএলে পা রেখেছেন। লুঙ্গি ও মুস্তাফিজ এবার একই দলের হয়ে খেলবেন।


দিল্লী ক্যাপিটালসের প্রথম ম্যাচে অবশ্য মুস্তাফিজ ছিলেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দলের দুর্দান্ত জয় দেখেছেন হোটেলে নিজের কক্ষে বসে। তবে এখন মুস্তাফিজও হয়ে গেলেন দলের সঙ্গী। দলের সাথে যোগ দেওয়ার পর এবার শুধু মাঠে নামার অপেক্ষা কাটার মাস্টারের।


সূত্রঃ বিডিক্রিকটাইম