ম্যাচ হারের পর ১২ লাখ রুপি জরিমানা গুণলেন রোহিত শর্মা

ক্রিকেট দুনিয়া March 28, 2022 477
ম্যাচ হারের পর ১২ লাখ রুপি জরিমানা গুণলেন রোহিত শর্মা

আইপিএলে এবারের আসরের শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হার দিয়ে এবারের আইপিএল মিশন শুরু করেছে মুম্বাই। রোববার দিনের প্রথম ম্যাচে দিল্লির কাছে ৪ উইকেটে হেরেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।


হারের দিন বড় দুঃসংবাদ পেয়েছে মুম্বাই। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের পর স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে দলটির অধিনায়ক রোহিত শর্মাকে। চলতি আসরে প্রথম অধিনায়ক হিসেবে এই জরিমানা গুণলেন রোহিত।


প্রথম ম্যাচ হওয়ায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে রোহিত শর্মাকে। যদি একই ভুল তিনি আবার করেন তাহলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।


আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরগতির ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচে মুম্বাইকে শাস্তি দেওয়া হয়েছে। যেহেতু এটি মুম্বাইয়ের প্রথম অপরাধ, সেহেতু দলের কেবল অধিনায়ক রোহিত শর্মাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।


স্লো ওভার রেট নিয়ে বেশ কড়াকড়ি নিয়ম আইপিএলে। আইপিএলের নিয়মে, প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১১ ওভার শেষ করতে হবে। এর বেশি হলেই বিপদ। দিল্লির বিপক্ষের ম্যাচে তার অনেক বেশি সময় নিয়ে নেয় মুম্বাই। এ কারণে পেতে হয়েছে শাস্তি।