রবিবার (২৭ মার্চ) বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। শাহাদাৎ হোসেন দিপু ৪৭ বলে ৪৭ ও অভিমান্যু ঈশ্বরন ৪৩ বলে ৩০ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে মারকুটে ব্যাটিং চালিয়ে যান ওপেনার এনামুল হক বিজয়।
লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বিতীয় দেড়শ রানের মাইলফলক স্পর্শের দিনে বিজয় থামেন ১৮৪ রান করে। তার আগে ১৪২ বলে হাঁকান ১৮টি চার ও ৮টি ছক্কা।
বিজয়ের বিদায়ের খানিক পর সাজঘরে ফিরতে হয় মোহাম্মদ মিঠুনকেও। ২৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে মিঠুনও দলীয় সংগ্রহে রেখেছেন বড় অবদান। এরপর পাঁচ নম্বরে নেমে শাইনপুকুরের বোলারদের ওপর চড়াও হন নাসির হোসেন।
ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নাসির। মাঠ ছাড়ার আগে ৩২ বলের মোকাবেলায় ৬১ রান করেন ৩টি চার ও ৫টি ছক্কায়। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ৩৮৮ রান।
• সংক্ষিপ্ত স্কোর
টস : শাইনপুকুর
প্রাইম ব্যাংক : ৩৮৮/৫ (৫০ ওভার)
বিজয় ১৮৪, নাসির ৬১*, দিপু ৪৭, মিঠুন ৩৮
পায়েল ৮৮/২, আলাউদ্দিন বাবু ৬৯/১
জয়ের জন্য শাইনপুকুরের প্রয়োজন ৩৮৯ রান।
সূত্রঃ বিডিক্রিকটাইম