ডিপিএলে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন এনামুল হক বিজয়

খেলাধুলার বিবিধ March 27, 2022 3,409
ডিপিএলে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন এনামুল হক বিজয়

ওপেনার এনামুল হক বিজয় লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রবিবারের (২৭ মার্চ) ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বোলারদের ওপর চড়াও হয়ে ১৮৪ রানের ইনিংস খেলেন তিনি।


মাত্র ৭৬ বলে শতক হাঁকান বিজয়, যা লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ত্রয়োদশ তিন অঙ্কের ইনিংস। শতকের পরও নিজের ছন্দ হারাননি, একই তালে মোকাবেলা করতে থাকেন বোলারদের।


পৌঁছে গিয়েছিলেন দ্বিশতকেরও খুব কাছাকাছি। তবে ব্যক্তিগত ১৮৪ রানের মাথায় আসাদুজ্জামান পায়েলের বলে এলবিডব্লিউ হলে ধূলিসাৎ হয় ডাবল সেঞ্চুরির স্বপ্ন। আর ১৬ রান পেলে ডিপিএলে ডাবল সেঞ্চুরির দ্বিতীয় মালিক হতেন বিজয়। এই কীর্তি এখন পর্যন্ত আছে শুধু সৌম্য সরকারের।


বিজয়ের একদিনের ক্রিকেটের ক্যারিয়ারে এটাই সেরা ইনিংস। এর আগে আরও একবার দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। ২০১৫ সালে ১৫০ রান করে অপরাজিত ছিলেন তিনি। বিজয় তার এবারের ইনিংস খেলতে মোকাবেলা করেছেন ১৪২ বল, হাঁকিয়েছেন ১৮টি চার ও ৮টি ছক্কা।


সূত্রঃ বিডিক্রিকটাইম