ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৫তম আসরের খেলা আজ থেকে মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে গত আসরের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।
এ দুই দলেই রয়েছেন দুজন নতুন অধিনায়ক। তারা হলে শ্রেয়াস আইয়ার ও রবিন্দ্র জাদেজা। শুধু চেন্নাই-কলকাতা নয়, আইপিএলের বেশ কয়েকটি দলেই এবার দেখা যাবে নতুন নেতৃত্ব। পাশাপাশি প্রথমবারের মতো আইপিএলে অধিনায়কত্ব করবেন তিনজন।
একনজরে দেখে নেওয়া যাক দশ দলের এবারের আইপিএলে কোন দলের অধিনায়ক কে?
১। চেন্নাই সুপার কিংস – রবিন্দ্র জাদেজা
২। মুম্বাই ইন্ডিয়ান্স – রোহিত শর্মা
৩। সানরাইজার্স হায়দরাবাদ – কেইন উইলিয়ামসন
৪।। লখনৌ সুপার জায়ান্ট – লোকেশ রাহুল
৫। গুজরাট টাইটান্স – হার্দিক পান্ডিয়া
৬। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – ফাফ ডু প্লেসি
৭। কলকাতা নাইট রাইডার্স – শ্রেয়াস আইয়ার
৮। দিল্লি ক্যাপিট্যালস – রিশাভ পান্ত
৯। রাজস্থান রয়্যালস – সানজু স্যামসন
১০। পাঞ্জাব কিংস – মায়াঙ্ক আগারওয়াল।
সূত্রঃ স্পোর্টসজোন২৪