আগামী ২৬ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস৷ কিন্তু এর আগেই হঠাৎ চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
দলটির নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার রাবিন্দ্র জাদেজাকে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানিয়েছে চেন্নাই সুপার কিংস।
২০০৮-এ শুরু হয় আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দু’বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই।
তখন পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফেরার পরে ফের তাঁকে অধিনায়ক করা হয়। প্রত্যাবর্তনের পরে দু’বার আইপিএল জিতেছে চেন্নাই। গত বারও তারা ফাইনালে হারায় কলকাতা নাইট রাইডার্সকে।
সূত্রঃ অনলাইন