তিন ম্যাচের সিরিজটি টাইগাররা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। গতকাল তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল জয়ের পর প্রোটিয়া গণমাধ্যমেও বাংলাদেশের প্রশংসা করা হচ্ছে। এই ঐতিহাসিক জয়ে টাইগারদেরকেই কৃতিত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকার মিডিয়া।
'দ্য সিটিজেন' লিখেছে, 'প্রোটিয়াদের হতবাক করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়।' নিউজে লেখা হয়েছে, 'ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব ধ্বংস হয়ে গেল। ব্যাটে-বলে সবদিক দিয়েই দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে বাংলাদেশ।'
জোহানেসবার্গ টাইমস-এ সাংবাদিক টিসেতসো মালিপা শিরোনাম করেছেন, 'প্রোটিয়াদের বিব্রত করে বাংলাদেশি অতিথিদের প্রথম সিরিজ জয়।' রিপোর্টে তিনি শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নন, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে যাওয়া বাংলাদেশি সমর্থকদেরও উচ্ছসিত প্রশংসা করেছেন।
'দ্য সাউথ আফ্রিকান' শিরোনাম করেছে, 'বাংলাদেশের কাছে ঐতিহাসিক সিরিজ হারে লজ্জায় ডুবল প্রোটিয়ারা।' সংবাদে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ইনিংস বিরতির সময়কার বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে, 'আমি বাংলাদেশের হয়ে ১৫ বছর ধরে খেলছি। আজ যদি জিততে পারি, সেটা হবে আমাদের সেরা অর্জনগুলোর একটি।'
'ডেইলি মাভেরিক' শিরোনাম করেছে, 'প্রোটিয়াদের বিধ্বস্ত করে ২-১ ব্যবধানে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়।' যাতে ৫ উইকেট শিকারী তাসকিন আহমেদকে 'ধ্বংসাত্মক' হিসেবে উল্লেখ করা হয়েছে। 'ইন্ডিপেন্ডেন্ট অনলাইন' লিখেছে, 'প্রোটিয়াদের মুগুরপেটা করে সেঞ্চুরিয়নে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়।'
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন