অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাকিবের মা, ছেলে ও মেয়ে

খেলাধুলার বিবিধ March 21, 2022 639
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সাকিবের মা, ছেলে ও মেয়ে

সাকিব বর্তমানে রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। এর মধ্যেই দুঃসংবাদ পেলেন ঢাকা থেকে। অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন তাঁর পরিবারের তিন সদস্য। বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে একটি অনলাইন পোর্টাল। সাকিবের মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কিছুদিন আগে।


মূলত হার্টে সমস্যা থাকায় নিয়মিত চেক-আপের মধ্যে রাখা হয়েছে তাঁকে। অন্যদিকে ঠাণ্ডা-জ্বরে ভুগছেন সাকিবের বড় কন্যা আলাইনা। তাকে রাখা হয়েছে আলাদা। অন্যদিকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তার মেজো মেয়ে ইরাম ও একমাত্র ছেলে আইজাহ আল হাসান।


জানা গেছে, একমাত্র ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের বিষয়টি ইতোমধ্যে টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের জানিয়েছেন সাকিব। তবে দল ছেড়ে বাংলাদেশে আসবেন কি না এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি এ অভিজ্ঞ অলরাউন্ডার।


সূত্রঃ বিডিক্রিকটাইম