এবারের আয়োজক শ্রীলঙ্কা এটা আগেই জানা হয়ে গিয়েছিল। এবার চূড়ান্ত হলো এশিয়া কাপ ক্রিকেটের সূচি ও ফরম্যাট। শ্রীলঙ্কায় এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট। টুর্নামেন্টের পর্দা নামবে ১১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আজ অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত হয়।
আগের সূচি অনুযায়ী পাকিস্তানের আয়োজনে ২০২০ সালে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে পিছিয়ে যায়। এরপর তা ২০২১ সালের জুনে আয়োজনের সিদ্ধান্ত হয়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এশিয়ান পরাশক্তি ভারত অংশ নেওয়ায় সেই আসরও পিছিয়ে যায়।
স্থগিত হওয়া আসরটি ২০২৩ সালে আয়োজন করা হবে, সেবার ফরম্যাট ওয়ানডে হওয়ার কথা রয়েছে। অনেক আগে থেকেই এ বছর অর্থাৎ ২০২২ সালে এশিয়া কাপের একটি আসর নির্ধারিত ছিল।
উল্লেখ্য এবারের এশিয়া কাপে পাঁচ টেস্ট খেলুড়ে দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটু সহযোগী সদস্য দল অংশ নেবে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪