তিন ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান। স্বাগতিক দলে প্রথমবার ডাক পেয়েছেন ৩৫ বছর বয়সী আসিফ আফ্রিদি ও ২০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস। এদিকে ওয়ানডেতে থাকলেও টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক ও সৌদ শাকিল।
বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে ছিলেন দুর্দান্ত। মুলতান সুলতান্সের হয়ে পাঁচ ম্যাচে নেন ৮ উইকেট। ২০ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান হারিস তার স্ট্রাইকিং ক্ষমতা দিয়ে দলে জায়গা করে নিয়েছেন। পেশাওয়ার জালমির হয়ে পাঁচ ম্যাচে অসাধারণ ১৮৬.৫ স্ট্রাইকে ১৬৬ রান করেন।
উল্লেখ্য, ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল হবে তিন ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ৫ এপ্রিল।
ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।
টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।
সূত্রঃ স্পোর্টসজোন২৪