তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ?
অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে দেখা যাবে লিটন দাসকে। তিন নম্বরে পজিশনের জন্য দেখা যাবে সাকিব আল হাসানকে। সাকিবের পরের অবস্থানে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দেখা গেলে পাঁচ নম্বর পজিশনটায় দেখা যেতে পারে ইয়াসির আলি রাব্বিকে।
ব্যাটিং অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি বাকি ভরসার নাম হয়ে থাকতে পারেন আফিফ হোসেন ধ্রুব ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে একাদশে দেখা যেতে পারে একজন বাড়তি পেসার। এক্ষেত্রে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে একাদশে থাকতে পারেন শরিফুল ইসলামও।
প্রথম ওয়ানডের জন্য সম্ভাব্য সেরা একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
সূত্রঃ অনলাইন