আইপিএলে ডিআরএসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের আয়োজক সংস্থা বিসিসিআই। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে এবারের আইপিএলে। টি-টোয়েন্টিতে ইনিংসে একটি ডিআরএস নেওয়ার সুযোগ পায় দলগুলো।
তবে এবারের আইপিএলে রিভিউয়ের জন্য তৃতীয় আম্পায়ারের সহায়তা চাওয়া যাবে ২ বার। বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আসন্ন মৌসুমে ডিআরএসের সংখ্যা বাড়িয়ে এক থেকে দুই করা হচ্ছে।’
এদিকে মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির দেখা পথে হেঁটে আইপিএলে ক্যাচ আউটের পর স্ট্রাইক নেওয়ার নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। এতদিন যে নিয়ম প্রচলিত ছিল, সে অনুযায়ী ক্যাচ আউটের ক্ষেত্রে দুই ব্যাটার পরস্পরকে অতিক্রম করে ফেললেন পরের বলে নতুন ব্যাটারকে বল মোকাবেলা করতে হত না।
তবে এমসিসি সেই নিয়ম পরিবর্তন করায় আইপিএলও এই নিয়ম চালু করতে চলেছে এবারের আসরে।
সূত্রঃ বিডিক্রিকটাইম