জাতীয় দলের বাইরে প্রায় চার বছর! নাসির হোসেনকে আজকাল ঘরোয়া লিগগুলোতেও দেখা যায় না নিয়মিত, বিপিএলে পাননি দল। তারপরও ১৫ মার্চ দিয়ে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলে জাতীয় দলের কাছাকাছি পৌঁছতে চান নাসির। রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন সাবেক টাইগার তারকা।
“অনেকদিন ধরেই আমি খেলাধূলার বাইরে। প্রিমিয়ার লিগে ভালো করা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার জন্য দারুণ একটা সুযোগ, এখানে ভালো খেলেই জাতীয় দলের কাছাকাছি আসতে চাই”- বলছিলেন নাসির হোসেন
নাসিরের কথা মনে পরলেই সবার আগে মাথায় যেই শব্দটা আসে সেটা ‘ফিনিশার’। সেই ফিনিশার নাসিরের দেখা আর মিলবে কী না এমন প্রশ্নের জবাবে আক্ষেপই ঝরেছে নাসিরের কণ্ঠে, “ঐ নামটা ধরে রাখার জন্য সুযোগের প্রয়োজন। আপনি যদি সুযোগই না পান, আপনি যদি খেলতেই না পারেন, তাহলে তো ঐ নামটা থাকবে না।”।
সূত্রঃ অনলাইন