ডিপিএলের এবারের আসরে খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন আফগানিস্তানের ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরান। ডিপিএলের এবারের আসরে আবহনী লিমিটেডের হয়ে খেলবেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
তবে ঢাকা প্রিমিয়ার লিগে পুরো মৌসুমে খেলা হচ্ছে না তার। লীগের প্রথম তিন ম্যাচ খেলে দেশে ফেরত যাবেন তিনি। বাংলাদেশে পৌঁছে চ্যাম্পিয়নদের সঙ্গে অনুশীলনও করেছেন এ আফগান। আগামী ১৫ মার্চ রুপগঞ্জ টাইগার্সের সঙ্গে শেরে বাংলায় আবাহনীর হয়ে খেলবেন প্রথম ম্যাচ।
আবাহনী ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক আজিজ আজ জানিয়েছেন, নাজিবউল্লাহ জাদরান প্রথম তিন ম্যাচ খেলে চলে যাবেন। তারপর আমরা পাবো ভারতের টেস্ট ব্যাটার হনুমা বিহারিকে।
তবে আবাহনীর লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব এখন দক্ষিণ আফ্রিকা সফরে। আফিফ ছাড়া বাকি তিনজন টেস্ট দলে আছেন। তাই তাদের পক্ষে হয়তো প্রথম লিগ খেলা সম্ভব হবে না।
বাঁহাতি ওপেনার নাইম শেখ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে আফগান অলরাউন্ডার নাজিবউল্লাহ জাদরানের পাশাপাশি প্রথম থেকে আবাহনী এবার দুই তরুণ শামিম পাটোয়ারী ও আর তৌহিদ হৃদয়ের সার্ভিসও পাবে।
সূত্রঃ অনলাইন