সাকিব আমাদের কর্মী, ওকে অনুরোধের কিছু নেইঃ সুজন

ক্রিকেট দুনিয়া March 8, 2022 595
সাকিব আমাদের কর্মী, ওকে অনুরোধের কিছু নেইঃ সুজন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ব্যক্তিগত কাজে দুবাই গেছেন সাকিব। দেশ ছাড়ার আগে সাকিব জানিয়েছেন, তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না।


অথচ এর আগে আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকার সফরে টেস্ট খেলতে চাননি সাকিব। তবে আইপিএলে দল না পাওয়ার কারণে বোর্ডের সঙ্গে আলোচনায় সাকিব জানিয়েছিলেন, ওয়ানডের সাথে টেস্ট সিরিজেও খেলবেন সাকিব। তবে দেশ ছাড়ার আগে সাকিব বললেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না।


সাকিব ইস্যুতে এবার মুখ খুলেছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি মনে করেন, জাতীয় দলের চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের খেলার বিষয়ে কোনো অনুরোধ করার কিছু নেই।


তিনি বলেন, সাকিবকে কোনো অনুরোধ করা হয়নি। সাকিব যেহেতু আইপিএল খেলছে না, সাকিবের কাজটা কী? দল পেলে তো আইপিএলেই তো খেলতে যেত। আমরা জিজ্ঞেস করেছি- আইপিএল যেহেতু খেলছো না টেস্ট খেলবে কি না খেলবে না। সে বলেছে- হ্যাঁ!


সুজন বলেন, বোর্ড কেন অনুরোধ করতে যাবে? তারা চুক্তির খেলোয়াড়। বেতন নেওয়া খেলোয়াড়। এমন তো না নতুন একজন খেলোয়াড় যে চুক্তিতে নেই। চুক্তির বাইরের খেলোয়াড়কে আমরা অনুরোধ করতে পারি। সে বলতে পারে আমি যাব না, আমি তো চুক্তিতে নেই। কিন্তু ও তো আমাদের চুক্তিতে আছে। ও আমাদের কর্মী। এখানে তো অনুরোধের কিছু নেই।


তিনি আরও বলেন, পাপন ভাই তো তাও ভালো, অনুরোধ করে বলতে গেলে। তিনি আদেশ করতে পারেন, যে তোমাকে খেলতে হবে কারণ তুমি চুক্তিতে আছো। সাকিব টেস্ট না খেললে না খেলুক, আই ডোন্ট কেয়ার। বিসিবি এত উদ্বিগ্ন না। সে যদি উপভোগ না করে, ওর বলে দেওয়া উচিৎ আমি আর টেস্ট খেলব না বা এই ফরম্যাটে খেলব না।


সূত্রঃ অনলাইন