বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া March 8, 2022 1,026
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেই তালিকায় রয়েছেন আইপিএলে খেলতে যাওয়া ৮ সদস্যও। তার মানে আইপিএলের কারণে যাদের খেলা নিয়ে সংশয় ছিল, তা আর রইলো না। ফলে আইপিএলের শুরুর দিকে প্রোটিয়া এই খেলোয়াড়দের খেলার সুযোগ থাকছে না।


আইপিএলে নাম লেখানো আট সেই তারকা খেলোয়াড় হলেন- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো ইয়ানসেন।


দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ওয়েইন পারনেল, আন্দিলে ফেহলুকোয়ায়ো, ডোয়াইন প্রিটোয়োরিয়াস, কাগিসো রাবাদা, তাবারাইজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরেইন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪