ক্রিকেট বোর্ডের চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা নিজের ইচ্ছামত ছুটি নিলে তা বরদাশত করবে না বিসিবি। সাকিব আল হাসান দল থেকে বিরতি নেওয়ার সাম্প্রতিক ইস্যু নিয়ে আলাপকালে পাপন জানান, চুক্তির আওতায় থাকলে নির্দিষ্ট ফরম্যাটে খেলতে বাধ্য ক্রিকেটাররা।
গত বছর ক্রিকেটারদের কাছে বোর্ড জানতে চেয়েছিল, শীর্ষস্থানীয় ক্রিকেটাররা কে কোন ফরম্যাটে খেলতে চান। পাপন জানান, ‘আমরা সবার কাছে ফরম পাঠালাম। সবাই তাদের মতামত জানিয়েছে। আবার দিব কেন? এটা কয়বার দিব? সামনের বছর দিব আবার যদি লাগে।’
সাকিব অবশ্য গণমাধ্যমকে বলেছেন, বোর্ড আবারও তার কাছে চুক্তির ফরম্যাট বেছে নেওয়ার ফরম পাঠালে তিনি নতুন করে তা পূরণ করে পাঠাবেন। তবে পাপনের দাবি, সাকিব আগেই জানিয়েছেন তিনি তিন ফরম্যাটে খেলতে চান।
চুক্তিতে থেকেও খেলায় অনীহা থাকায় ক্ষোভ প্রকাশ করে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি এখন রিয়াদকে রাখব টেস্টে? ও তো টেস্ট চুক্তিতে নেই। তামিমকে যদি টি-টোয়েন্টি চুক্তিতে রাখি আর না খেলে… মাসে মাসে বেতন নিবে আর খেলবে না? আপনারা অনেক ভীত হয়ে যান সবকিছুতে। ওরা আমাকে পাঠিয়েছে, সব ফরম্যাটে খেলবে। এখানে কমিউনিকেশন গ্যাপ কোথায়? যারা খেলবে না, সমস্যা নেই। আমি তো সেই সুযোগটা দিয়েছি।’
সূত্রঃ বিডিক্রিকটাইম