আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব না করতোঃ পাপন

ক্রিকেট দুনিয়া March 7, 2022 694
আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব না করতোঃ পাপন

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকাগামী বিমান ধরবে বাংলাদেশ দল। ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের।


আসন্ন এই সফরকে সামনে রেখে গত বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের ঘোষিত সেই দলে আছেন সাকিব আল হাসান।


দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগেই রোববার হঠাৎ করে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সাকিব। তার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সংবাদ মাধ্যমকে সাকিব বলেন, আমি শারীরিক ও মানসিকভাবে যে অবস্থায় আছি, মনে হয় না আমার পক্ষে এই মুহূর্তে (দক্ষিণ আফ্রিকায়) আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব।


যদি একটা ব্রেক পাই, যদি ওই আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। কারণ আফগানিস্তান সিরিজে আমার মনে হয়েছে আমি একজন প্যাসেঞ্জার। আমি যেটা হয়ে কখনই থাকতে চাই না।


এদিকে, সাকিবের এমন বক্তব্যে বিচলিত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে প্রশ্ন তুলেছেন, আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব এরকম বলতো?


নাজমুল হাসান বলেছেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো আইপিএলেও খেলতে নাম দিতো না।’


সূত্রঃ অনলাইন