ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২৬ মার্চ থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন একমাত্র মোস্তাফিজুর রহমান।
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি। আইপিএলের দ্বিতীয় দিনেই মাঠে নামবে মুস্তাফিজের দল দিল্লি। ওয়াংখেড়েতে মুস্তাফিজের সাবেক দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি। ৫ দিন বিরতি নিয়ে ২ এপ্রিল দ্বিতীয় ম্যাচে দিল্লীর প্রতিপক্ষ নবাগত গুজরাট টাইটান্স, ৭ এপ্রিল আরেক নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে ফিজের দিল্লী।
এছাড়াও ১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স, ১৬ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০ এপ্রিল পাঞ্জাব কিংস, ২২ এপ্রিল রাজস্থান রয়েলসের বিপক্ষে খেলবে দিল্লী। ২৮ এপ্রিল আবারও কলকাতার মুখোমুখি হবেন মুস্তাফিজরা, ১ মে লক্ষ্ণৌ, ৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদ, ৮ মে চেন্নাই, ১১ মে রাজস্থান, ১৬ মে পাঞ্জাব, ২১ মে মুম্বাইয়ের সাথে খেলবে দিল্লি।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট