সাউথ আফ্রিকা সিরিজ সামনে, তার আগে রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যাওয়ার আগে কথা বলেছেন গণমাধ্যমের সাথে, জানিয়েছেন আফগানিস্তান সিরিজ উপভোগ না করার কথা। সেই সাথে জানিয়েছেন বর্তমানে তার মন এবং মানসিকতার যা অবস্থা তাতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা বেশ কঠিন।
“আমি মানসিক দিক থেকে আর শারীরিক দিক থেকে যেই অবস্থায় আছি আমার মনে হয় না আমার দ্বারা আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব”- বলছিলেন সাকিব। সাকিবের মনে হয়েছে আফগানিস্তান সিরিজে তিনি চালকের আসনে নন, তিনি ছিলেন পেসেঞ্জার, “আমার কাছে মনে হয় যে, আমি যদি একটা ব্রেক পাই, আবার যদি ঐ আগ্রহটা ফিরে পাই তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে।
আফগানিস্তান সিরিজে আমার কাছে মনে হয়েছে আমি একজন পেসেঞ্জার, যেমনটা আমি কখনোই চাই না। খেলাটা একদম উপভোগ করতে পারিনি; ওয়ানডে এবং টি-টোয়েন্টি। আমার কাছে মনে হয় না এরকম মন মানসিকতা নিয়ে সাউথ আফ্রিকায় সিরিজ খেলাটা আমার ঠিক হবে।”
আফগানিস্তান সিরিজে নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন সাকিব, “আমার পার্সোনাল দিক থেকে চিন্তা করলে অবশ্যই হতাশাজনক। আমার নিজের প্রতিও নিজের এক্সপেক্টেশন কিংবা মানুষ যেভাবে আশা করে, বিসিবি যেভাবে আশা করে অবশ্যই সেভাবে করতে পারিনি। আমি নিজেও ভীষণ হতাশ।”
সূত্রঃ অনলাইন