বাংলাদেশি প্রতিবন্ধী ভক্তের ইচ্ছা পূরণ করলেন রশিদ খান

খেলাধুলার বিবিধ March 6, 2022 597
বাংলাদেশি প্রতিবন্ধী ভক্তের ইচ্ছা পূরণ করলেন রশিদ খান

লড়াই করে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ ড্র করে রশিদ ড্রেসিং রুমে যাবার আগেই তার কাছে ছুটে আসেন এক বাংলাদেশি ভক্ত।


রশিদের ১৮ বছর বয়সী ভক্তের নাম আল আমিন। শারীরিক সমস্যাসহ কথা ঠিক ভাবে কথা বলতেও পারেন না তিনি। তবে রশিদ খানকে পেয়েই হাতের ইশারায় আমিন বুঝিয়ে দেন রশিদ খানের একটা বল ব্যাট করতে চান তিনি।


ভক্তের ইচ্ছা পূরণে আল আমিনকে ড্রেসিং রুমে নিয়ে যান রশিদ। ভক্তের ইচ্ছা পূরণ করার পর তাকে নিজের হাতে সাক্ষর একটা বলও উপহার দেন রশিদ। - অনলাইন