কিছুদিন আগে শেষ হয় বিপিএলের অষ্টম আসর। টুর্নামেন্টের মান নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘বিপিএল বিশ্বের পাঁচ-ছয় নম্বর ফ্র্যাঞ্চাইজি লীগ।’ তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের বক্তব্য অস্বীকার করেছেন। তিনি মনে করেন, আইপিএল, বিগ ব্যাশের পরেই বিপিএলের স্থান।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির শেষে বিসিবি প্রধানকে জিজ্ঞেস করা হয়, তিনি সাকিবের সঙ্গে একমত কি না। জবাবে পাপন বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমি যতদূর জানি, এখন পর্যন্ত যতগুলো আসর হয় আইপিএল, বিগ ব্যাশ আর বিপিএল- এই তিনটা নামই শুনে আসছি। এছাড়া আমি কোনো নাম শুনিনি কোথাও।’
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আপনারা বলতে পারেন ক্যারিবিয়ান লীগ, আপনারা বলতে পারেন পিএসএল। এই পিএসএল কিন্তু আগেও ছিল, কিন্তু আগে ওটার কথা বলা হয়নি। এবার আমরা যখন কোভিডের জন্য অনেক কিছু করিনি, হুলুস্থুল করিনি, সেই জায়গায় পিএসএল সেটা করেছে।
তাই পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে। ভালো কথা। কিন্তু আমরা নিজেদের টুর্নামেন্ট নিয়ে সন্তুষ্ট। তাই বলে এখনও কোথাও শুনি নাই অন্য কোনো টুর্নামেন্ট আমাদের বিপিএলের চেয়ে বেশি। এটা তার (সাকিব) ব্যক্তিগত অভিমত।’
সূত্রঃ মানবজমিন অনলাইন