সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছিল বিশ্বকাপ না জিতলেও বিয়ে করবেন না রাশিদ খান এমন কিছু সংবাদ। তবে সেটিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের পরিষ্কারভাবে বলে দিয়েছেন এমন কোনো কথা বলেননি তিনি।
গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে রাশিদ খান বলেন, “আমাকে অনেকেই এমন বার্তা দিয়েছেন যে, আমি নাকি বলেছি আফগানিস্তান বিশ্বচ্যাম্পিয়ন না হলে নাকি আমি বিয়ে করবো না। কিন্তু আমার মনে পড়ছে না,
“আমি কবে কখন কোথায় এমন কথা বলেছি? আমার কাছে কোন ভয়েস ম্যাসেজও নেই। কোন সাক্ষাৎকারে এমন কথা বলেছি তারও কোন দালিলিক প্রমাণ নেই। অথচ এ নিয়ে আমাকে অনেকবারই ঘুরে ফিরে অমন কথা শুনতে হয়েছে।”
রশিদ খানের ভবিষ্যৎ পরিকল্পনা এসে রয়েছে আগামী দুটি বিশ্বকাপ। যার প্রথমটি হলো এবছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগামী বছর ভারতে অন্ড বিশ্বকাপ। “আমার এখনকার লক্ষ্য হলো টি-টোয়েন্টি আর ওয়ানডে বিশ্বকাপ। আমি ওই দুটি আসর নিয়েই ভাবছি। যার একটি এবছর আর অন্যটি আগামী বছর।”
রশিদ যোগ করেন, “হ্যাঁ, আমি এক জায়গায় বলেছি যে আগামী দুই বছর আমার বিয়ে নিয়ে কোনোই চিন্তা ভাবনা নেই। কারণ ওই দুই বছরে দুটি বিশ্বকাপ আছে। আমার পুরো মনোযোগ ওই দুই বিশ্ব আসর নিয়ে।”
মিডিয়ার ওপর দোষ চাপিয়ে রশিদ বলেন, “মিডিয়া বেশিরভাগ সময় নেগেটিভ নিউজই খোঁজে। তবে আমি জানি মিডিয়া কী চায়? তাই আমি বেশিরভাগ সময় এ ধরনের খবর এড়িয়ে চলি এবং আমাকে নিয়ে যত বেশি নেতি বাচক খবর হয়, আমি ততই ভাল খেলতে উদ্বুদ্ধ হই।”
সূত্রঃ অনলাইন