ক্যাচ মিস দেখে মনে হয়েছে, ওরা খেলার মধ্যেই ছিল না: পাপন

ক্রিকেট দুনিয়া March 5, 2022 484
ক্যাচ মিস দেখে মনে হয়েছে, ওরা খেলার মধ্যেই ছিল না: পাপন

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ। এতে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে আসার লক্ষ্য আর বাস্তবায়ন হলো না। সিরিজের প্রথম ম্যাচ ৬১ রানে জয়ের পর এ ম্যাচ জিতলে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজে প্রথমারের মতো সিরিজ জয়ের স্বাদ পেত টাইগাররা।


ব্যাটারদের ব্যর্থতায় আগে ব্যাট করে স্কোর বোর্ডে মাত্র ১১৫ রান তোলে স্বাগতিকরা। ১১৬ রানের জবাব দিতে বেগ পেতে হয়নি সফরকারীদের। ৮ উইকেট আর ১৪ বল হাতে রেখে ম্যাচ জেতে আফগানরা।


এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এতগুলো সহজ ক্যাচ মিস দেখে মনে হয়েছে, তারা খেলার মধ্যেই ছিল না।বিসিবি সভাপতি আরও বলেন, আজকে খারাপ দিন গেছে। আজ যদি লিটন বা সাকিব যদি কিছু রান করতো, তাহলে ১৪০-১৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর হতো।


ম্যাচ হেরেছি সেটা সমস্যা নয়। কিন্তু এই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-কোথাও প্রথম ম্যাচে খেলোয়াড়দের যে ফোকাস ও জয়ের ক্ষুধা ছিল, তা আমার চোখে পড়েনি। এটা হওয়া উচিত নয়।


এই পারফরমেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর কাকে কী বলবো! যে আজ ক্যাচ মিস করেছে সে হয়তো আগেরদিনই দারুণ ক্যাচ ধরেছে। কিন্তু আজ, এক ম্যাচেই যেভাবে এতগুলো সহজ ক্যাচ মিস হলো তাতে মনে হয়েছে তারা খেলার মধ্যেই ছিল না।


ফিল্ডিং কোচ পাল্টানো নিয়েও কথা বলেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, প্রথমে বলা হলো ফিল্ডিং কোচ বদলানো দরকার। আমরা তাই দেশীয় কোচ আনলাম। একজন ফিল্ডার একটা ক্যাচ ধরবে, এটাই স্বাভাবিক। এটাই সেই ফিল্ডারের দায়িত্ব।


সূত্রঃ অনলাইন