অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছিল বাংলাদেশ। কিন্তু এর পরেই শুরু হয় টানা পরাজয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠের পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারে টাইগাররা।
এরপর মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ। যার সুবাধে আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে আবারো নয় নম্বরে উঠে যায় বাংলাদেশে। তবে বাংলাদেশের সামনে সুযোগ ছিল র্র্যাংকিংয়ে আবারো আট নম্বরে ওঠার। কিন্তু উন্নতির পরিবর্তে অবনতি হয়েছে টাইগার দের।
আজ আফগানিস্তানের বিপক্ষে হারের ফলে র্র্যাংকিংয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে হেরে দুটি রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। এতে আফগানিস্তান আবারও উঠে এসেছে আট নম্বরে।
বাংলাদেশ নেমেছে দশ নম্বরে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে দশ নম্বর র্যাঙ্কিংয়ে ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের হারে লঙ্কানরা উঠে গেছে নয় নম্বরে।
যদিও এই র্যাঙ্কিং বিবেচনা হবে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। কেননা, গত বিশ্বকাপের মূল পর্বে খেলায় অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি মূল পর্বে খেলা নিশ্চিত করেছে টাইগাররা।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট