দুই টেস্ট এবং তিন ওয়ানডে সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যেই সফরের জন্য দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সফরে আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচগুলো হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে।
বাংলাদেশ ক্রিকেট দল তার আগে সেঞ্চুরিয়নে টেস্ট খেললেও জোহানেসবার্গে দ্বি-পাক্ষিক সিরিজে কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ। ২০০৩ বিশ্বকাপে এই ভেন্যুতে খেলেছিল বাংলাদেশ। কেনিয়ার বিপক্ষে হেরেছিল সেই ম্যাচ।
আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২০ মার্চ ওয়ান্ডারার্সে। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ মার্চ সেঞ্চুরিয়নে। সফরের প্রথম ও তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে দিবা-রাত্রির।
ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। এর আগে তিন বার প্রোটিয়া সফরে গেলেও এবারই প্রথম ডারবানে ম্যাচ খেলবে টাইগাররা। সেখানে আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ভেন্যু পোর্ট এলিজাবেথে।
• বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি-
ওয়ানডে সিরিজ-
১৮ মার্চ, প্রথম ওয়ানডে, সেঞ্চুরিয়ন, বিকাল ৫ টায়।
২০ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, জোহানেসবার্গ, দুপুর ২ টায়।
২৩ মার্চ, তৃতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন, বিকাল ৫ টায়।
টেস্ট সিরিজ-
৩১ মার্চ – ৪ এপ্রিল : ১ম টেস্ট, ডারবান, দুপুর ২ টায়।
৮ এপ্রিল – ১২ এপ্রিল : ২য় টেস্ট, পোর্ট এলিজাবেথ দুপুর ২ টায়।
* বাংলাদেশের সময় অনুযায়ী
সূত্রঃ স্পোর্টসজোন২৪