শেষ মুহূর্তে দলে সুযোগ পেলেন নুরুল হাসান সোহান

ক্রিকেট দুনিয়া March 3, 2022 871
শেষ মুহূর্তে দলে সুযোগ পেলেন নুরুল হাসান সোহান

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে যুক্ত হলেন উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। আজ আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টায়।


এই ম্যাচ কে সামনে রেখে গতকাল অনুশীলনে নেমেছিল বাংলাদেশ। শের-ই-বাংলায় ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিক। স্ক্যানে কোনো সমস্যা ধরা না পড়লেও এখনো ব্যথা আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


ম্যাচের আগে ব্যথা কমলে তাকে নেওয়া হবে। কিন্তু উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সামনেই আছে দক্ষিণ আফ্রিকা সফর। তিন ওয়ানডের পাশাপাশি খেলতে হবে দুই টেস্ট।


বাজে পারফরম্যান্সের কারণে সোহানকে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকেও বাদ দেওয়া হয়েছিল। জাতীয় দলে পাওয়া সুযোগ তেমন কাজে লাগাতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিশ্বকাপে দলের প্রয়োজন মেটাতে পারেননি। আবার বিপিএলেও তিনি ছিলেন নিষ্প্রভ।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট