প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া March 3, 2022 748
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকাল ৩ টায়। খেলাটি সরাসরি দেখাবে জিটিভি ও টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়া ইউটিউবে সরাসরি দেখা যাবে ম্যাচটি।


এদিকে আজকের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে অভিষেক হতে পারে মুনিম শাহরিয়ারের। গতবছর বঙ্গবন্ধুর টুর্ণামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়ে ছিলেন মুনিম শাহরিয়ার। তারপর সদ্য শেষ হওয়া বিপিএলে এসেছেন সবার নজরে। দারুণ ফর্মে থাকা এই ওপেনারের অভিষেক তাই একপ্রকার নিশ্চিত!


ওয়ানডে সিরিজে দুর্দান্ত লিটনের সাথে তাই ওপেনিংয়ে দেখা যাবে মুনিমকে। সে কারণে বিপিএলে বাজে ফর্মে থাকা নাঈম শেখ বাদ পড়তে পারেন দল থেকে।


এছাড়াও ইনজুরির কারণে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় দলে সুযোগ পেতে পারেন ইয়াসির আলি রাব্বি। আফগানদের বিপক্ষে পেস বোলিংয়ে উইকেটেই খেলবে বাংলাদেশ। সেইজন্য তিন পেসারকে দেখা যাবে একাদশে।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মাহমুউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪