আগামী কালকের ম্যাচে অভিষেক হচ্ছে মুনিম শাহরিয়ারের!

ক্রিকেট দুনিয়া March 2, 2022 1,938
আগামী কালকের ম্যাচে অভিষেক হচ্ছে মুনিম শাহরিয়ারের!

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম টি-টুয়েন্টি ম্যাচে অভিষেক হতে পারে মুনিম শাহরিয়ারেরর।


গতবছর বঙ্গবন্ধুর টুর্ণামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়ে ছিলেন মুনিম শাহরিয়ার। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। তবে দল পাননি বাংলাদেশ প্রিমিয়ার লিগে। শেষ পর্যন্ত খালেদ মাহমুদ সুজন এবং সাকিবের চাওয়াতেই ফরচুন বরিশালের হয়ে খেলেন মুনিম শাহরিয়ার।


যদিও প্রথম দিকে সেরা একাদশে সুযোগ পাননি তিনি। নাজমুল হোসেন শান্ত এবং রনি তালুকদারের ব্যর্থতার কারণে একাদশে সুযোগ পেয়ে যান মুনিম শাহরিয়ার। খেলেছিলেন মাত্র ৬ টি ম্যাচ। আর এতেই নির্বাচকদের মন জয় করে নিয়েছেন তিনি। সুযোগ পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।


তবে ইঙ্গিত মিলেছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হতে পারে মুনিম শাহরিয়ারের। এছাড়াও ইনজুরির কারণে নাও দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। - বাংলাওয়াশ ক্রিকেট