আফগানদের হারিয়ে সুপার লিগের শীর্ষে উঠল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া February 25, 2022 1,299
আফগানদের হারিয়ে সুপার লিগের শীর্ষে উঠল বাংলাদেশ

আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগে আরও ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এতে সিরিজ জয়ের পাশাপাশি টাইগাররা উঠেছে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে।


এক ম্যাচ হাতে রেখেই আফগানদের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হারের স্বাদ দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৮৮ রানের রাজসিক জয়।


• সংক্ষিপ্ত স্কোর


টস : বাংলাদেশ


বাংলাদেশ : ৩০৬/৪ (৫০ ওভার)

লিটন ১৩৬, মুশফিক ৮৬, সাকিব ২০

ফরিদ ৫৬/২, রশিদ ৫৪/১


আফগানিস্তান : ২১৮/১০ (৪৫.১ ওভার)

নাজিবউল্লাহ ৫৪, রহমত ৫২

সাকিব ২৯/২, তাসকিন ৩১/২


ফল : বাংলাদেশ ৮৮ রানে জয়ী।