প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়কে ‘অবিশ্বাস্য’ ও ‘প্রায় অসম্ভব’ বলে অভিহিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে প্রবল চাপের মুখেও আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ ক্রিজে থাকলে মিরাকল ঘটা সম্ভব, এই বিশ্বাস ছিল পাপনের। তবে একইসাথে হেরে যাওয়ার ভয়ও ছিল।
পাপন বলেন, ‘সত্যি বলতে আত্মবিশ্বাসী ছিলাম না। আমরা বলছিলাম- ৫০ ওভার খেলতে পারলে জিতব। আমি বারবার বলছিলাম, এই দুইজন যদি খেলে যেতে পারে তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। কিন্তু এটাও প্রায় অসম্ভব মনে হচ্ছিল।’
পাপন বলেন, ‘যেভাবে আমাদের প্রথম ৬ উইকেট গেল, মনে হচ্ছিল ওদের বল খেলা যাচ্ছে না। কিন্তু ওরা দুজন এসে এসেঝুঁকি না নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে কী স্বাচ্ছন্দ্যে খেলে গেল! কখনই মনে হয়নি ওরা নার্ভাস। শুরুতে যেসব শট খেলেছে, একটু ঘাবড়ে গিয়েছিলাম। তবে যত সময় যাচ্ছিল তত বেশি ঐ বিশ্বাসটা জোর হচ্ছিল যে, ওরা থাকলে জিতে যাব।’
‘তবে একটা অসম্ভব কাজ। অসাধারণ একটা ম্যাচ খেলেছে দুইজন।’– বলেন বোর্ড সভাপতি।
সূত্রঃ বিডিক্রিকটাইম