শেষ চার নিশ্চিত করা চারটি দল নিশ্চিত হওয়ায় প্লে-অফের সূচিও চূড়ান্ত হয়েছে। এবার প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে করাচি কিংস ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স রেকর্ড গড়া ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে। দলটি ১০ ম্যাচ খেলে ৯টিতেই জয়লাভ করেছে। ১০ ম্যাচে ৬টি করে জয় পেয়েছে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি।
তবে রান রেটের হিসেবে এগিয়ে থাকায় লাহোর দখল করেছে দ্বিতীয় স্থান। এতে ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ পাবে দলটি। ইসলামাবাদ ইউনাইটেড মাত্র ৪ জয় নিয়ে নিশ্চিত করেছে এলিমিনেটর, চতুর্থ স্থানে থেকে। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও রান রেটে পিছিয়ে থাকায় বাদ পড়েছে কোয়েট্টা। আর করাচি গোটা আসরে জিতেছে মাত্র একটি ম্যাচ।
২৩ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুলতান ও লাহোর। পরদিন এলিমিনেটরে পেশোয়ারের প্রতিপক্ষ ইসলামাবাদ। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে প্রথম এলিমিনেটরের জয়ী দল ও কোয়ালিফায়ারের পরাজিত দল। ২৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল।
সূত্রঃ বিডিক্রিকটাইম