নির্ধারিত সময়ের একদিন আগেই শুরু হচ্ছে এবারের আইপিএল!

ক্রিকেট দুনিয়া February 20, 2022 534
নির্ধারিত সময়ের একদিন আগেই শুরু হচ্ছে এবারের আইপিএল!

কদিন আগে গুঞ্জন উঠেছিল আগামী ২৭ মার্চ থেকে মাঠে গড়াতে পারে আইপিএলের এবারের আসর। তবে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের চাওয়াতে একদিন আগাতে পারে আইপিএল। তাতে ২৬ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএলের ১৫তম আসর।


আইপিএলের এবারের আসরকে সামনে রেখে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে মেগা নিলাম। যেখান থেকে নিজেদের পছন্দ মতো দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। টুর্নামেন্টের ১০ দল নিজেদের স্কোয়াড সাজালেও এখনও সূচি প্রকাশ করেনি টুর্নামেন্ট কমিটি।


শোনা যাচ্ছিলো ২০ ফেব্রুয়ারি আইপিএলের সূচি প্রকাশ করতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে শুরুর দিনক্ষণও জানিয়েছিল বেশ কয়েকজন কর্মকর্তা। ২৭ মার্চ থেকে শুরুর কথা থাকলেও সেখানে আসতে যাচ্ছে পরিবর্তন।


সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের চাওয়া অনুযায়ী, ২৬ মার্চ থেকে শুরু হতে পারে টুর্নামেন্টটি। কারণ ২৭ মার্চ থেকে শুরু হলে ২৮ তারিখে ডাবল হেডার আয়োজন করা সম্ভব নয়। কারণ ভারতের ছুটির দিনগুলোতে কেবলমাত্র ডাবল হেডার আয়োজন করা হয়।


এদিকে ২৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হলে রবিবার ডাবল হেডার আয়োজন করার সুযোগ থাকছে। টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহে ডাবল হেডার রাখতেই এমন প্রস্তাব দিয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। তাদের সঙ্গে এখনও বনিবনা না হওয়ায় সূচি প্রকাশ করছে না বিসিসিআই।


করোনার কারণে ভারতের চারটি স্টেডিয়ামে ভেন্যুতে গড়াতে পারে আইপিএল। সেই তালিকায় রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ের সঙ্গে রয়েছে দ্য ব্র্যাবোর্ন, ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং পুনেতে। যার তত্ত্বাবধানে থাকবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪