চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর মার্চে ঢাকায় হবে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসির সুপার লিগের অংশ।
যে কারনে দুই দলের জন্য এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। তবে আফগানিস্তানের থেকে বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ এই যে এই সিরিজে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে আগামী ওয়ানডে বিশ্বকাপ একপ্রকার নিশ্চিত হয়ে যাবে টাইগারদের জন্য।
সেইসাথে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। এই মুহূর্তে আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের উপরে হয়েছে ইংল্যান্ড। দুই দলের মধ্যকার পয়েন্ট পার্থক্য মাত্র ১৫। এখন পর্যন্ত আইসিসির সুপার লিগে ১৫ ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এর মধ্যে তারা জয়লাভ করেছে ৯ ম্যাচে। এছাড়াও একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। যার কারণে ৯৫ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের থেকে মাত্র ১৫ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
এখন পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে আট ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টাইগাররা। বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে দুইটি ম্যাচে জয়লাভ করে তাহলে ইংল্যান্ডকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তামিম ইকবালের দল।
তবে আফগানিস্তান ও রয়েছে সুবিধাজনক স্থানে। সুপার লিগে এখনো পর্যন্ত কোন ম্যাচ হারেনি আফগানিস্থান। ৬ ম্যাচের মধ্যে ৬টি-তেই জয়লাভ করেছে তারা। তবে আফগানিস্তানের সামনেও রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার হাতছানি। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে তাদের সবকয়টি ম্যাচে জয়লাভ করতে হবে।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট