যে কারণে ফকনারকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো পিএসএল

ক্রিকেট দুনিয়া February 20, 2022 684
যে কারণে ফকনারকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো পিএসএল

পিসিবির বিরুদ্ধে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেয়ার অভিযোগ করেছিলেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো তারকা অলরাউন্ডার জেমস ফকনার। এমন গুরুতর অভিযোগ অস্বীকার করে এই অজি ক্রিকেটারকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ক্রিকইনফো


ভবিষ্যতে আর কখনোই ফকনারের নাম পিএসএলো ড্রাফটে না আনার পাশাপাশি পাকিস্তানে যেন ভবিষ্যতে আর কখনো ফকনার প্রবেশ করতে না পারে, সেজন্য হোটেলে ফকনারের অশোভন আচরণের বিষয়ে দেশটির ইমিগ্রেশন অধিদপ্তরকে জানাবে পিসিবি।


এর আগে হুট করেই পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেন ফকনার। তিনি টুইটে অভিযোগ তোলেন, পিসিবি তার চুক্তি অনুযায়ী তার পারিশ্রমিক দিচ্ছে না। যদিও পাল্টা টুইট করে পিসিবি জানায়, ফকনারের এই দাবি মিথ্যে। এবার তার বিরুদ্ধে গুরুতর শাস্তির ঘোষণা দেয় পিসিবি।


পিএসলের এবারের আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন ফকনার। পাকিস্তান ছাড়ার আগে শেষ তিনটি খেলায় কোয়েটার হয়ে মাঠে নামেন নি এই অজি অলরাউন্ডার। - আমাদের সময়