এবার বিপিএলের পর বাংলাদেশে আসছে আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া December 31, 2021 3,054
এবার বিপিএলের পর বাংলাদেশে আসছে আফগানিস্তান

এফটিপি অনুযায়ী বিপিএলের পর ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এদিকে বিপিএল এবং ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ সামনে রেখে মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।


ব্যস্ত জাতীয় দল, ব্যস্ত ঘরোয়া সূচি। কোভিড পরিস্থিতিতেও নিস্তার নেই ক্রিকেটারদের। নিউজিল্যান্ডে সফর শেষে বিপিএল ব্যস্ততা টাইগারদের। এরপরই বাংলাদেশে আসার কথা আফগানিস্তানের। এফটিপি অনুযায়ী এখন ঠিকঠাক সূচি। তবে পরিবর্তন আসতে পারে পরিস্থিতির বিবেচনায়।


এ সম্পর্কে নিজামউদ্দিন চৌধুরী বলেন, এফটিবিতে যেভাবে আফগানিস্তানের সঙ্গে সূচিটা আছে সেভাবেই, ঠিক বিপিএলের পরে। ফেব্রুয়ারির ১৯ অথবা ২০ তারিখ ওরা আসবে। সেভাবেই আমাদের পরিকল্পনা, প্রিপারেশনও সেভাবেই নিচ্ছি। আবার তখনকার পরিস্থিতির ওপর সবকিছু ডিফেন্ড করবে।


পাকিস্তানের বিপক্ষে টেস্টে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের গ্যালারির ভঙ্গুর দশা নিয়ে হয়েছে নানা সমালোচনা। তাছাড়া মিরপুর শের-ই বাংলা এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি। এরই মধ্যে সাগরিকায় বসেছে নতুন চেয়ার। এবার শুরু হয়েছে মিরপুরেও। সংশ্লিষ্ট আরো কিছু উন্নয়ন প্রকল্প বিসিবির হাতে রয়েছে বলেও জানান সুজন।


সুজনের ভাষ্য, মিনিমাম যে প্রয়োজনগুলো সেগুলোকে আমরা আপডেট করার পরিকল্পনা নিয়েছি। তারই অংশ হিসেবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে যেসব চেয়ার নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রিপ্লেস করছি। যে স্টেডিয়ামগুলোতে আমাদের ঘরোয়া টি-টোয়েন্টি কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ হবে সেগুলো ধরেই আমরা সামনে এগোচ্ছি।


এখনো নির্ধারণ হয়নি বিসিবির তত্তাবধানে থাকা ঢাকার ফ্র্যাঞ্চাইজির। আর ইউএসএ ক্রিকেটের সাথে কাজ করতে চায় বিসিবি। যে কোনো প্রয়োজনে বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে সহযোগিতা। আইসিসির ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে সহযোগি দেশগুলোর সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বিসিবির রয়েছে বলেও জানান সুজন।