সেমিতে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ক্রিকেট দুনিয়া December 30, 2021 922
সেমিতে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা এনে দিয়েছিল আকবর আলীর দল। সেই ভারতের কাছেই এবার হোঁচট খেল জুনিয়র টাইগাররা। যুব এশিয়া কাপের সেমিতে ১০৩ রানের হারে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে রাকিবুলদের।


অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে শ্রীলঙ্কা। দুবাইয়ে শুক্রবার ভারত-শ্রীলঙ্কার মাঝে হবে শিরোপার লড়াই।


সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ২৪৪ রানের লক্ষ্য দেয় ভারত। মাহফিজুল-নাবিলরা গুটিয়ে যায় দেড়শর আগেই।


ভারত: ২৪৩/ ৮ (৫০ ওভার), বাংলাদেশ: ১৪০/১০ (৩৮.২ ওভার)


জুনিয়র টাইগার ওপেনার মাহফিজুল ইসলাম করেন ২৬ রান। আরিফুল ইসলামের ৪২ রানের ইনিংস হারের ব্যবধান কিছুটা কমিয়েছে। ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ।


আরিফুলের প্রতিরোধেই দেড়শর কাছাকাছি যেতে পারে দলটি। রাজবর্ধন, রবি কুমার, রাজ ও ভিকি নেন দুটি করে উইকেট।


শারজায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। পুরো ওভার ব্যাট করে ৮ উইকেটে ২৪৩ রান তোলে ভারত।


শাইক রশিদ ১০৮ বলে ৩ চার ও এক ছক্কায় অপরাজিত ৯০, শেষদিকে ভিকি অস্তওয়ালের ১৮ বলে তিন বাউন্ডারিতে অপরাজিত ২৮, রাজবর্ধন হাঙ্গারেকারের ৭ বলে ১৮ রানের ইনিংস খেলেন।


অধিনায়ক রাকিবুল বল হাতে ছিলেন উজ্জ্বল, ১০ ওভারে এক মেডেনে ৪১ রানে নেন ৩ উইকেট। তানজীব হাসান সাকিব, নাঈমুর রহমান, মেহরাব হোসেন ও আরিফুল ইসলাম একটি করে উইকেট পান।