২০৬ কোটি টাকায় বিক্রি হলো পিএসএলের সম্প্রচার স্বত্ব !!

ক্রিকেট দুনিয়া December 24, 2021 889
২০৬ কোটি টাকায় বিক্রি হলো পিএসএলের সম্প্রচার স্বত্ব !!

জানুয়ারির শেষ সপ্তাহেই শুরু হবে পাকিস্তানের ঘলোয়া ফ্রাঞ্জাইজি লিগ পিএসএলের ৭ম আসর। এই আসরকে সামনে রেখে এরই মধ্যে দল সাজানো, প্লেয়ার ড্রাফট- সব কিছু করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


শুধু তাই নয়, এরই মধ্যে পিএসএলের দুই বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে তারা ২৪ মিলিয়ন ডলার (প্রায় ২০৬ কোটি টাকা)। স্থানীয় দুটি স্পোর্টস চ্যানেল ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস এই স্বত্ব কিনে নিয়েছে।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছে, আগেরবারের তুলনায় সম্প্রচার স্বত্ব বিক্রিতে এবার ৫০ ভাগ বেশি মূল্য পেয়েছেন তারা। মূল চুক্তিটা ছিল মূলত ৩৬ মিলিয়ন ডলারের এবং সেটা ৩ বছরের জন্য। এর মধ্যে ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রচার স্বত্বও।


কিন্তু পরবর্তীতে এই সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের সম্প্রচার স্বত্ব আলাদাভাবে বিক্রি করেছে পিসিবি। নতুন যে চুক্তি হয়েছে, তা শুধু ২ বছরের জন্য পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রির।


পিএসএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড়ে ছিল মোট তিনটি পক্ষ। যারা সবাই দরপত্রে উচ্চমূল্য হাঁকিয়েছিল। এদের মধ্যে যাছাই-বাছাই শেষে ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস চ্যানেলকেই দেয়া হয় স্বম্প্রচার স্বত্ব। এই দুই পক্ষের সম্মিলিত কোম্পানির নাম দেয়া হয়েছে এআওয়াই। দ্বিতীয় সর্বোচ্চ নিলামকারী প্রতিষ্ঠান ছিল জিও স্পোর্টস।