সৌম্য-মিঠুনের লড়াই তবুও নাটকীয় হার ওয়ালটন মধ্যাঞ্চলের

ক্রিকেট দুনিয়া December 22, 2021 1,534
সৌম্য-মিঠুনের লড়াই তবুও নাটকীয় হার ওয়ালটন মধ্যাঞ্চলের

নাঈম হাসানের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ইসলামী ব্যাংক সেন্ট্রাল জোনের কাছে ১০ রানে হেরেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন দ্বিতীয় সেশনে ১৮৮ রানে অলআউট হয়ে যায় ওয়ালটন। নাঈম হাসান একাই নেন ৬ উইকেট।


স্কোর: ওয়ালটন সেন্ট্রাল জোন ১৭২/৮, ইসলামী ব্যাংক ইস্ট জোন: ১৮৮/১০


প্রথম ইনিংস - ইসলামী ব্যাংক ইস্ট জোন: ২৪৫/১০, ওয়ালটন সেন্ট্রাল জোন: ২২৭/১০


ওয়ালটনের ব্যাটিংয়ে ধস


বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডেও জয়ের পথে থেকেও হঠাৎ করে যেন ছন্দপতন ঘটেছে ওয়ালটন সেন্ট্রাল জোনের ইনিংসে। ইসলামী ব্যাংক ইস্ট জোনের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ ব্যাটিং করছিলেন সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুন। জয় থেকে যখন ৪৯ রান দূরে তখন সাজঘরে ফেরেন সৌম্য-মিঠুন দুজনে। এরপরেই যেন ধস নামে ওয়ালটনের ব্যাটিংয়ে। নাঈম হাসানের ঘূর্ণিতে একের পর উইকেট হারাতে থাকে ওয়ালটন। ২৩ রানের ব্যবধানে হারায় ৭টি উইকেট। ক্রিজে এখন ভরসা হয়ে আছেন সালমান হোসেন ইমন। তিনি ৪৬ বলে ১৬ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গে আছেন রবিউল হক। নাঈম হাসান একাই নেন ৫ উইকেট। জয়ের জন্য আরও প্রয়োজন ২৭ রান। দুই দল এখন মধাহ্ন বিরতিতে।


সৌম্য-মিঠুনের হাফসেঞ্চুরি


চতুর্থ দিনের প্রথম বল। বোলিং প্রান্তে ইসলামী ব্যাংকের আসাদুজ্জামান পায়েল। ব্যাটিংয়ে সৌম্য সরকার। ওয়াইড লং অন অঞ্চল দিয়ে দারুণ শটে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। পরের বলেও চার, লং অনের পরিবর্তে এবার লং অফে। ৬৯ বলে ৩৩ রানে দিন শুরু করা সৌম্য এক লাফে চল্লিশ পেরিয়ে গেলে। এরপর আরও দুটি চারের মারে তুলে নেন হাফসেঞ্চুরিও। ৯৪ বলে দেখা পান অর্ধশতকের। দিনের শুরুতে মিঠুন তার থেকে ৯ রান এগিয়ে (৪২) থাকলেও তিনি আগেই হাফসেঞ্চুরি তুলে নেন। সৌম্যর পরেই হাফসেঞ্চুরির দেখা পান মিঠুন। ৭৭ বলে ৫টি চার ও ১টি ছয়ের মারে হাফসেঞ্চুরির দেখা পান মিঠুন।


সৌম্য-মিঠুনে দিন শুরু


মোহাম্মদ মিঠুন-সৌম্য সরকারের ব্যাটে জয়ের দিকে সাবলীলভাবে এগোচ্ছে ওয়ালটন সেন্ট্রাল জোন। দ্রুত প্রথম উইকেট হারানোর পর তৃতীয় দিন শেষ বিকেলে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন দুজন। মিঠুন ৪২ ও সৌম্য ৩৩ রানে বুধবার (২২ ডিসেম্বর) চতুর্থ দিন শুরু করেন। মিঠুনরা যখন দিন শুরু করেন তখন স্কোরবোর্ডে জমা ছিল ৮৭ রান, জয়ের জন্য প্রয়োজন ছিল ১১২ রান।


দিন শেষে মিঠুন-সৌম্যর প্রতিরোধ


ইসলামী ব্যাংক ইস্ট জোনের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলো না। মিজানুর রহমান এলবিডব্লিউ হয়ে ফিরলেন শুরুতেই। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েছেন মিঠুন ও সৌম্য। তাদের ব্যাটে লক্ষ্যের পথে দারুণভাবে এগোতে থাকে ওয়ালটন সেন্ট্রাল জোন। দুজনে স্কোরবোর্ডে ৮৭ রান যোগ করে দিন শেষ করে। সৌম্য সরকার ৩৩ ও মোহাম্মদ মিঠুন ২২ রানে অপরাজিত ছিলেন।