ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ডাবলে রূপ দিলেন তৌহিদ হৃদয়

ক্রিকেট দুনিয়া December 22, 2021 955
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ডাবলে রূপ দিলেন তৌহিদ হৃদয়

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) করা সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করলেও বিসিবি সাউথ জোনের ব্যাটার তৌহিদ হৃদয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ২১৭ রানে থামেন এ টাইগার ব্যাটার।


বিসিএলের দ্বিতীয় রাউন্ডের শেষ দিন বুধবার (২২ ডিসেম্বর) বিসিবি নর্থ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান তৌহিদ হৃদয়। এর আগে ১৫৯ রানে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন তিনি। চলতি বিসিএলে এটিই প্রথম ডাবল সেঞ্চুরি।


ডাবল সেঞ্চুরির পর ২১৭ রানে সাজঘরে ফিরেন তৌহিদ হৃদয়। ৬৬৮ মিনিট উইকেটে থেকে ৩৮৭ বলে ২১৭ রানের এ ইনিংসে ১৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।


চলতি ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাউথের অমিত হাসান। ৩৭৩ বলে ১৩১ রান করে সাজঘরে ফিরেন তিনি। তৌহিদের ডাবল আর অমিতের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে বিসিবি সাউথ জোন।


ফাস্ট ক্লাস ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করা এ টাইগার ব্যাটারের লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি সেঞ্চুরি (১২২*) ও ৮টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এছাড়া জাতীয় দলের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলা তৌহিদ হৃদয়ের ৩টি অর্ধশতের ইনিংস রয়েছে। যার মধ্যে অপরাজিত ৬৬ রানের একটি ইনিংস খেলেছেন তিনি।