স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ফেঁসে গেলেন ইয়াসির শাহ

ক্রিকেট দুনিয়া December 21, 2021 687
স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ফেঁসে গেলেন ইয়াসির শাহ

পাকিস্তান টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার ইয়াসির শাহের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে। সোমবার ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে ভুক্তভোগীর খালা মামলা করেছেন।


অভিযোগে বলা হয়েছে, ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে সাহায্য করেছেন ইয়াসির। কিশোরী ও তার পরিবারকে হুমকি দেয়ার অভিযোগও আনা হয়েছে এই ক্রিকেটারের বিরুদ্ধে।


কিশোরীকে হুমকি ও ভয় দেখিয়ে অনেকবার ধর্ষণ করেছে ইয়াসিরের বন্ধু ফারহান। ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করেছে। ইয়াসির নিজেও বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে কল দিয়ে শাসিয়েছেন, ভয় দেখিয়েছেন। এমন উল্লেখ আছে অভিযোগে।


কিশোরীর খালা বলেছেন, পুরো ঘটনা জানার পর তিনি ইয়াসিরের সাথে যোগাযোগ করেছিলেন। ইয়াসির তাকেও পুলিশের ভয় দেখানোর চেষ্টা করেন।


পাকিস্তান ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে অবহিত আছে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম। যদিও ক্রিকেটারের নাম উল্লেখ না করে ‘কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার’ হিসেবে প্রতিবেদন প্রকাশ করেছে তারা। তাতেও নাম প্রকাশ ঠেকানো যায়নি। অভিযোগ প্রমাণের আগে কোনধরনের মন্তব্য করতে রাজি নয় পিসিবি।


২০১৪ সাল থেকে পাকিস্তান টেস্ট দলে নিয়মিত খেলছেন ইয়াসির। ২০১৮ সালে এসে মাত্র ৩৩ ম্যাচে ২০০ টেস্ট উইকেট নিয়ে রেকর্ড গড়েন এ লেগ স্পিনার।