আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সিরিজ ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। মূলত গতকাল করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলন বন্ধ করে দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, না খেলেই তাসমান পাড় থেকে ফিরে আসতে পারেন মুমিনুল হকের দল। এ নিয়ে জরুরি সভা বসেছিল বিসিবির কার্যালয়ে। বৈঠক শেষে গণমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, 'আপাতত নিউজিল্যান্ড সিরিজ বাতিলের সুযোগ নেই।'
তবে নিউজিল্যান্ডে গিয়ে যে ক্রিকেটাররা স্বস্তিতে নেই সেই বিষয়টিও জানিয়েছেন বিসিবি সভাপতি। এমনকি কয়েকজন ক্রিকেটার সিরিজ বাতিল করে দেশে ফিরে আসার কথাও জানিয়েছেন বিসিবিকে।
আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে ক্রিকেটারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, '২১ তারিখ ক্রিকেটারদের আরও একটি করোনা টেস্ট করানো হবে। যদি সবার ফল নেগেটিভ আসে, তাহলে অনুশীলন করায় আর কোনো বাধা থাকবে না। আর যদি দুই-একজনের ব্যতিক্রম আসে, তখন হয়তো সিরিজ দিন দুয়েক পেছাতে পারে।'
এছাড়া, ক্রিকেটারদের ধারাবাহিক বায়োবাবলের প্রভাবে বিপিএলে দল কমতে পারে। পাপন বলেন, 'গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। আমরা খেলোয়াড়দের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। কিন্তু এটার কোনো সূযোগ নেই, কোনো সুযোগই নেই।'
সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।